"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Internet of things (IoT)

কম্পিউটিং ডিভাইস (কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন ইত্যাদি) ব্যাতিত প্রতিনিয়ত ব্যবহার্য এমন কিছু ইলেক্ট্রনিক ডিভাইস (এলেক্সা, গুগল এসিসটেন্ট, স্মার্ট কফি মেশিন, স্মার্ট থার্মোস্ট্যাট ইত্যাদি), যা ইন্টারনেটের সঙ্গে এবং নিজেদের মাঝে আত্মসংযুক্ত থাকে। মানুষের হস্তক্ষেপ ছাড়াই ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে ডেটা বা তথ্য সংগ্রহ এবং নিজেদের মাঝে তথ্য আদান-প্রদান করতে সক্ষম এক সিস্টেমকে ইন্টারনেট অফ থিংস বা IoT বোঝানো হয়।

Definition:

মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি মতে, ইন্টারনেট ব্যবহার করে ইলেক্ট্রনিক ডিভাইসের নিজেদের মাঝে তথ্য সরবরাহ করার মতো সক্ষম নেটওয়ার্কিং সিস্টেমকে বোঝানো হয়।

English Definition:

অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী,
“the interconnection via the internet of computing devices embedded in everyday objects, enabling them to send and receive data.”


Internet of things প্রত্যয়টি বৃটিশ প্রযুক্তিবিদ কেভিন এস্টন ১৯৯৯ সালে প্রথম ব্যবহার করেন।
Priceonomics এর তথ্যমতে, ২০২০ সালে সারা বিশ্বের ৫০ বিলিয়নের বেশি IoT ডিভাইস আত্মসংযুক্ত রয়েছে, যারা কিনা ২০২০ সালেই ৪.৪ জেটাবাইট এর বেশি ডেটা সংগ্রহ করে(১ জেটাবাইট= ১ ট্রিলিয়ন গিগাবাইট)। ২০১৩ সালে IoT ডিভাইস সর্বমোট ১০০ বিলিয়ন গিগাবাইট ডেটা সংগ্রহ করেছিল। ধারনা করা যায় ২০২৫ সাল নাগাদ বৈশ্বিকভাবে IoT ১.৬ ট্রিলিয়ন - ১৪.৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের মার্কেটে পরিণত হবে।


In a sentence:

  • If one thing can prevent the ‘internet of things from transforming the way we live and work, it will be a breakdown in security.

 

Share it: