"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Words of three letters

  • -ly - পর; ;
  • a d - বিজ্ঞাপন; ;
  • ab- - অব-; অপ; ;
  • abb - পড়েন ; কাপড়ের পড়েন ;
  • abc - বর্ণমালা ; কোন বিষয়ের প্রাথমিক তত্ত্ব ;
  • ace - তাসের টেক্কা, পাশার পোয়া ;
  • act - কাজ, ভান করা ;
  • add - যোগকরা, একত্র করা ;
  • ado - /noun/ (1) গোলমাল; হইচই; অনাবশ্যক; বাহ্যাড়াম্বর; ঝামেলা (2) কষ্ট ও উত্তেজনা; অস্থিরতা; ;
  • ads - বিজ্ঞাপন; ;
  • adz - বাটালি; বাইস; ; /verb/বাটালি দিয়া কাটা; বাইস দিয়া কাটা;
  • aes - মুদারার ধৈবতের সঙ্কেত; সর্বোত্কৃষ্ট; ;
  • aft - পশ্চাদ্‌বর্তী ;
  • age - /noun/ (1) বয়স; (2) যুগ; (3) সাবালকত্ব; (4) বৃদ্ধ বয়স; বার্ধক্য; বৃদ্ধকাল; (5) দীর্ঘকাল; অনন্তকাল; /verb/ (1) বৃদ্ধ করা; বৃদ্ধ হওয়া; ;
  • ago - /adverb/ অতীতে; পূর্বে; আগে /adjective/অতীত; ;
  • aha - ওহো, আঃ ইত্যাদি ;
  • aid - সাহায্য করা ;
  • ail - কষ্ট দেওয়া ;
  • aim - /verb/ (1) লক্ষ্য,তাক, বা নিশানা করা; (2) লক্ষ্য করে নিক্ষেপ করা বা ছোঁড়া; (3) লক্ষ্য করে বলা; উদ্দেশ্যে বলা; (3) প্রচেষ্টা করা; /noun/ (1) লক্ষ্য; তাক; নিশানা; (2) উদ্দেশ্য; (3) অস্ত্র লক্ষ্য করা; ;
  • air - /noun/ (1) বায়ু; হাওয়া; (2) বায়ুমন্ডল (3) মৃদু বাতাস (4) সুর (5) চালচলন; (6) দৃষ্টি আকর্ষণের আশায় কৃত্রিম ভাবভঙ্গি; (7) আকাশযান /verb transitive/ (1) বাতাসে মেলিয়া রাখা; (2) বাতাস চলাচল করানো; (3) (অভিযোগ বা মতামত) অন্যকে জানানো; (4) (পোশাক) দেখানো বা প্রদর্শন করা; (5) টেলিভিশনে সম্প্রচার করা; /adjective/ (1) বায়ুচালিত; (2) নভযান সংক্রান্ত; ;
  • ait - দ্বীপ; ;
  • alb - গির্জার কাপড়; খ্রিস্টান ধর্মযাজকদের আলখাল্লার মতো সাদা পোশাক; ;
  • ale - মদ্য বিশেষ ;
  • all - মোটের উপর; সব, সকল ;
  • alp - গিরিশৃঙ্গ; উচ্চ পর্বত; ;
  • ana - বাণীসংগ্রহ; সাহিত্য-সংক্রান্ত কাহিনী; সাহিতি্যক-সংক্রান্ত কাহিনী; কোন লেখক-সম্পর্কিত গ্রন্থাদি; কোন তল্লিখিত গ্রন্থাদি; ;
  • and - এবং, ও, আরো ;
  • ant - /noun/ পিপীলিকা; পিঁপড়া; ;
  • any - কোন কিছু, যে কেউ ;
  • ape - /noun/ (1) বানর; গরিলা, শিম্পাঞ্জি প্রভৃতি (বিশেষ করিয়া লেজবিহীন); (2) অনুকরণকারী; (3) অমার্জিত বা অপরিপাটি ব্যক্তি; /transitive verb/ বোকার মতো অনুকরণ করা; ;
  • apo - অপ-; অব-; ;
  • apt - প্রবণতা সম্পন্ন ;
  • arc - বৃত্তের চাপ ;
  • are - /verb intransitive/ হয়; আছে; /noun/ ভূমি পরিমাপের একটি একক- ১০০ বর্গমিটার; ;
  • ark - গণিত বিষয়ক ;
  • arm - বাহু ; রৃক্ষের শাখা ;
  • art - শিল্প বিদ্যা; ;
  • art - শিল্প বিদ্যা ;
  • ash - /noun/ (1) ভষ্ম; ছাই; (2) বৃক্ষবিশেষ; ;
  • ask - /verb transitive, verb intransitive/ (1) জিজ্ঞাসা করা; জানতে চাওয়া; (2) অনুসন্ধান করা; (3) প্রত্যাশা ; চাহিদা; (4) আমন্ত্রণ জানানো; নিমন্ত্রণ করা; (5) অনুমতি চাওয়া; (6) চাওয়া (দাম বা অর্থ হিসেবে); (7) অনুরোধ করা; ;
  • asp - সর্প বিশেষ ;
  • ass - /noun/ (1) গর্দভ; গাধা; (2) নির্বোধ ব্যক্তি; বেকুব; (3) পাছা; পোঁদ; ;
  • ate - খাওয়া ;
  • atm - এটিএठ; ;
  • ats - এট দি রেট অফ; ;
  • auk - সামুদ্রিক পাখী বিশেষ ;
  • ave - স্বাগত; ;
  • awe - সম্ভ্রম ;
  • awl - তুরপুন, মুচিদের সূচ ;
  • awn - শস্যশূক; শূক; শুঁয়া; ;
  • axe - কুঠার ;
  • aye - চিরদিনের জন্য; সর্বদা; চিরকাল; চিরদিন; সর্ব অবস্থায়; বরাবর; ;
  • baa - ভেড়ার ডাক, ছাগলের ব্যা ব্যা ডাক ;
  • bad - খারাপ, ক্ষতিকর ;
  • bag - থলে,থলি ;
  • bah - ঘৃনা সুচক অব্যয় পদ বিশেষ ;
  • ban - বহিষ্কার, সরকারী নিষেধাজ্ঞা ;
  • bap - একধরনের বড় নরম পাঁউরুটি; ছোট পাঁউরুটি; ;
  • bar - হুকড়া, বাধা ;
  • bat - বাদুড় ; ক্রিকেট খোলার ব্যাট ;
  • bay - উপসাগর, খুদে সাগর ;
  • bed - বিছানা, শয্যা ;
  • bee - মৌমাছি ; মধুমক্ষিকা ;
  • beg - ভিক্ষা করা, প্রার্থনা করা ;
  • bel - শব্দের তীব্রতা অথবা তড়িৎপ্রবাহের শক্তিমাত্রা পরিমাপ করার একক; ;
  • bet - বাজি, পণ ;
  • bi- - দ্বি-; দুই-; দু-; ;
  • bib - লালাপোষ ;
  • bid - আদেশ করা ;
  • big - বড়, বিশাল ;
  • bin - পাত্র ;
  • bis - পুনর্বার; দ্বিতীয় বার; আবার; ;
  • bit - ক্ষুদ্র টুকরা ;
  • biz - ব্যবসায়; ব্যস্ততা; কর্মে নিযুক্তি; পেশা; বৃত্তি; কর্তব্য; দায়িত্ব; কর্ম; বিষয়; প্রণিধানযোগ্য বিষয়; আলোচ্য বিষয়; ব্যবসায়-বাণিজ্য; প্রয়োজন; উদ্দেশ্য; ব্যবসায়-প্রতিষ্ঠান; শিল্প-প্রতিষ্ঠান; ব্যাবসা; ;
  • boa - অজগর সর্প বিশেষ ;
  • bob - ঝাকুনি ;
  • bog - জ্বালা ;
  • boh - টিটকারি দেত্তয়া; দূর-দূর করা; ছি-ছি করা; ;
  • boo - টিটকারি দেত্তয়া; দূর-দূর করা; ছি-ছি করা; অবজ্ঞাসূচক ধ্বনি; ;
  • bow - নত করা ;