Adulting হল একটি বিশেষ্যপদ যেটা কিনা আরেকটি বিশেষ্যপদ, "Adult" অথবা, "প্রাপ্তবয়স্ক" থেকে উদ্ভব হয়েছে। এক্ষেত্রে "এ্যাডাল্টিং" বলতে "প্রাপ্তবয়স্কসুলভ কাজ" বুঝায় যেগুলো করা নিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত কাউকে সাধারণতঃ চিন্তা করতে হয়না।
Definition 1:
অক্সফোর্ড ডিকশনারী অনুযায়ী, Adulting বলতে কোন দায়িত্ববান প্রাপ্তবয়স্ক মানুষের আচরণ এবং দরকারি অথচ একঘেয়ে জাগতিক কার্যসাধনের পারদর্শিতাকে বুঝায়।
Definition 2:
কেমব্রীজ ডিকশনারী মতে, Adulting হল
"Actions and behaviour that are considered typical of adults, not children or young people."
এ্যাডাল্টিং এর মধ্যে পড়ে এমন কাজগুলো হল - মাসিক বা দৈনিক বিভিন্ন বিল পরিশোধ করা, রান্না করা এবং বাড়ির দৈনন্দিন কাজকর্ম দায়িত্বের সাথে দেখাশোনা করা। এগুলো প্রতিটি পরিবারে কাউকে করতে হয় তা যতই একঘেঁয়ে অথবা কষ্টের হোক না কেন এবং সাধারনতঃ পরিবারে বড়দের কাঁধে এই দায়িত্বগুলো পড়ে।
Use it in a sentence: