"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Software as a service (SaaS)

SaaS একটি সফটওয়্যার লাইসেন্সিং এবং বিতরণ মডেল। সাবস্ক্রিপশনের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে ক্লাউডে হোস্ট করা হয় পরিষেবাগুলো সরবরাহ করা হয়।

অর্থাৎ পরিষেবা পেতে গ্রাহকদের সফটয়ারগুলো ইন্সটল করার প্রয়োজন নেই, বরং প্রয়োজন অনুসারে ব্রাউজার এর মাধ্যমেই এদের পরিষেবা পাওয়া যায়। এ বৈশিষ্টের কারণে Saas, অন-ডিমান্ড সফটওয়্যার (On-Demand software) নামে পরিচিত।    

Definition:

Software as a service (SaaS) হলো সফটওয়্যার বিতরণের একটি মডেল যেখানে সফটওয়্যার কেন্দ্রীয়ভাবে হোস্ট করা হয় এবং সাবস্ক্রিপশনের ভিত্তিতে গ্রাহকরা ডিভাইসে ইন্সটল না করেই শুধুমাত্র ব্রাউজারের সাহায্যেই ব্যবহার করতে পারে।      

English Definition:

Microsoft.com অনুযায়ী,  “SaaS allows users to connect to and use cloud-based apps over the Internet. which provides a complete software solution that you purchase on a pay-as-you-go basis from a cloud service provider.”

এধরনের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সফটওয়্যার, সার্বিক সেবা প্রদানের জন্য যথাযথ এবং যাবতীয় ব্যবস্থা গ্রহনের দায়িত্ব পালন করে থাকে।   

ফাইল শেয়ারিং, ইমেইল, ডকুমেন্ট ম্যানেজমেন্ট, ক্যালেন্ডার সহ নানা ধরনের বিজনেস এপ্লিকেশন বর্তমানে সাস (SaaS) এর অন্তর্ভুক্ত। এধরনের সেবা কার্যকর করা, আপডেট কিংবা (Debug) ত্রুটিমুক্ত করা তুলনামূলকভাবে অনেক কম খরচের। তবে ডেটার নিরাপত্তা, স্পিড এবং পূর্ণ নিয়ন্ত্রণ না করতে পারা সাস (SaaS) সেবা ব্যবহারের অন্যতম অসুবিধা।    

In a sentence:

  • SaaS pricing is based on a monthly fee or annual fee subscription.
  • SaaS services can be accessed from any device such as desktops, laptops, tablets, phones, and thin clients.
  • SaaS is hosted remotely, so organizations do not need to invest in additional hardware.

 

Share it: