অফিসে স্বশরীরে উপস্থিত না থেকে যেকোনো জায়গা থেকে কাজ করার ইচ্ছা কম বেশি সবার মাঝেই কাজ করে। প্রযুক্তির উৎকর্ষতা এবং তারবিহীন ইন্টারনেটসেবার কল্যাণে সেই ইচ্ছা এখন বাস্তবে পরিণত হয়েছে।
অনেকেই এখন যাযাবরের মতো দুনিয়ার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কাজ করে যাচ্ছেন। অদ্ভুত রকমের এক যাযাবর প্রকৃতির জীবন যাপন করে পৃথিবীর বিভিন্ন দেশ দেখার, সেখানকার সংস্কৃতি এবং জীবনযাত্রার সঙ্গে পরিচিত হবার সুযোগ পাচ্ছেন। দুনিয়া ঘুরে দেখার পাশাপাশি কাজ করে জীবন উপভোগ করার এবং অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পাচ্ছেন।
Definition 1:
ডিজিটাল যাযাবর (নোম্যাড) হচ্ছেন সেসব মানুষ যারা পৃথিবীর যেকোনো স্থানে বসবাস এবং সেখানে থেকে স্বাধীনভাবে কাজ করার আকাঙ্ক্ষাকে ইন্টারনেটভিত্তিক যোগাযোগ সেবার মাধ্যমে বাস্তবে রূপদান করতে পারেন।
Definition 2:
ম্যাকমিলান ডিকশনারি মতে, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিশেষত ল্যাপটপ এবং তারবিহীন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে যেকোনো জায়গায় অবস্থান করে রিমোটলি (দূর থেকে) যারা কাজ করেন তাদের ডিজিটাল নোম্যাড বা ডিজিটাল যাযাবর বলা হয়।
English Definition:
অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, “a person who earns a living working online in various locations of their choosing rather than a fixed business location.”
‘ডিজিটাল নোম্যাড’ শব্দটি সুগিয়ো ম্যাকিমোটো এবং ডেভিড ম্যানারস ১৯৯৭ সালে তাদের লেখা ‘ডিজিটাল নোম্যাড’ বইটিতে সর্বপ্রথম উল্লেখ করেন। যোগাযোগ ব্যবস্থার বিকাশে একসময় মানুষ যেকোনো স্থানে অবস্থান করে কাজ করার সক্ষমতা অর্জন করবে বলে বইটিতে তারা উল্লেখ করেন।
In a sentence: