পায়ের ছাপ যেভাবে পথিক এর পথচলার তথ্য দিয়ে দেয়। তেমনি ইন্টারনেট বা ডিজিটাল দুনিয়ায় একজন ব্যবহারকারীর সকল প্রকার আচরণ সম্পর্কিত তথ্য জানিয়ে দেয় ব্যবহারকারীর ডিজিটাল ফুটপ্রিন্ট।
কে কবে কোথায় গিয়েছে(ম্যাপ, লোকেশন), অনলাইনে কি কি খুঁজেছে(সার্চ), কোন কোন সাইটে গিয়েছে(ভিজিট), কতসময় ধরে ব্যবহার করেছে(এক্টিভিটি), কতবার করে ব্যবহার করে(ফ্রিকুয়েন্সি), কি পছন্দ করছে, কার পোস্টে লাইক- কমেন্ট দেয় ইত্যাদি যাবতীয় তথ্য মিলেই এসব প্রত্যেকটি ডিজিটাল ডিভাইস ব্যহবহারকারীর ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হয়।
Definition 1:
একজন ডিজিটাল ডিভাইস বা ইন্টারনেট ব্যবহারকারীর ইন্টারনেট বা ডিজিটাল দুনিয়ায় করা প্রতিটি কাজের তথ্য এবং চিহ্ন থেকে যায়। এটিই Digital footprint (ডিজিটাল ফুটপ্রিন্ট)।
English definition:
অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, “the information about a particular person that exists on the internet as a result of their online activities.”
ইন্টারনেট ব্যবহারকারীরা অজান্তেই নিজেদের ডিজিটাল কার্যক্রম, যোগাযোগ সহ সকল প্রকার কাজ- ডিজিটাল তথ্যের সূত্র বা চিহ্ন রেখে চলে। ইন্টারনেট বা ডিজিটাল ডিভাইসে করা প্রতিটি কাজের ডিজিটাল প্রমাণ রয়ে যায়। যা সম্পর্কে সকলে না অবগত, না এ ব্যপারে কারো সম্মতি নেয়া হয়ে থাকে।
যার ফলে এটি প্রত্যেক ব্যবহারকারীর ডিজিটাল কার্যকলাপের প্রতিটি তথ্যকে সংরক্ষণ চলছে। আমরাই আমাদের নিজেদের ডিজিটাল কার্যকলাপের তথ্য নিজেরাই তৈরি করে চলছি। একারণে ডিজিটাল ডিভাইস বা ইন্টারনেট ব্যবহারে সতর্ক না হলে নিজের সম্পর্কে এই বিপুল ডিজিটাল তথ্যের সুরক্ষা অনিরাপদ হয়ে যায়।
In a sentence:
- Everything you do online leaves a digital footprint that will always be there.
- Digital footprint refers to one's unique set of traceable digital activities.
আমরা অনলাইন ব্রাউজিং অভ্যস্ততার কারণে নিজেদের অজ্ঞাতসারে বা সম্মতিবিহীনভাবে ক্রমাগত আমরা আমাদের ডিজিটাল ফুট প্রিন্ট রেখে চলছি এবং একই সঙ্গে তার যথাযথ ব্যবস্থাপনা না করে নিজেদের সম্পর্কে ডিজিটাল তথ্য এবং ডিজিটালি আমাদের অনলাইন এক্টিভিটিকে আরো অরক্ষিত করে রাখছি। সতর্কভাবে সামাজিক যোগাযোগ ব্যবহারের মাধ্যমে সহজেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট গুছিয়ে বা সামলে রাখতে পারি ।