"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Vaccine Hunter

কোভিড ভ্যাক্সিন এর ভ্যাক্সিন ভাইলগুলো (২-৮)℃ তাপমাত্রায় রেফ্রিজারেটারে সংরক্ষণ করতে হয় এবং টিকাদানের সময় ১০০ ভাইলের ট্রে ফ্রিজ থেকে বের করার ৬-২৪ ঘন্টার মধ্যে ব্যবহৃত না হলে তা কার্যকারিতা হারায় এবং সেগুলোকে ফেলে দিতে হয়। এই ক্ষেত্রে টিকাদানের দিন কেউ সেখানে উপস্থিত না থাকলে তার জন্য বরাদ্দকৃত ভ্যাক্সিনটি নষ্ট হয়ে যেতে পারে এবং উচ্ছিষ্ট হিসেবেও অতিরিক্ত ভ্যাক্সিন থাকার সম্ভবনা থাকে। 

এ সমস্যার সমাধান হিসেবে অতিরিক্ত, অব্যবহৃত ভালো ভ্যাক্সিনগুলো যাতে কাজে আসে, যাদের প্রয়োজন তাদেরকে অতিরিক্ত, অব্যবহৃত ভ্যাক্সিন প্রাপ্তির সম্ভাব্য স্থান এবং সময় সম্পর্কে জানিয়ে দেবার কাজটি করে ভ্যাক্সিন হান্টারগণ। 

Definition 1:

যারা অতিরিক্ত এবং অব্যবহৃত ভ্যাক্সিন এর খোঁজ জানায় অর্থাৎ উচ্ছিষ্ট ভ্যাক্সিন এর প্রাপ্যতা সম্পর্কে যাদের প্রয়োজন তাদের জানিয়ে দেবার কাজটি করে তারাই ভ্যাক্সিন হান্টার। 

English Definition:

VaccineHunter.org এর মতে,

“Those who help to match the spare/leftover vaccines with those who are ready and available.” 

ভ্যাক্সিন হান্টিং এর কাজটি সর্ব প্রথম শুরু হয় vaccinehunter.org এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে। পরবর্তীতে কানাডায় vaccinehuners.ca এবং বিভিন্ন দেশে টুইটার, ফেসবুকে নানা পেইজ/গ্রুপভিত্তিক কার্যক্রমের মাধ্যমে এই ভ্যাক্সিন হান্টিং কার্যক্রম আরো প্রসারিত হয়।   

In a sentence:

  • Vaccine hunters look to game the system of getting a vaccine.
  • To vaccine hunt needs to devote hours, possibly days, of your life waiting for a dose of a vaccine that may or may not be available.
Share it: