সহজভাবে বললে, Anti-vaccine বলতে টিকা নিতে অস্বীকৃতি জানানোকে বোঝায়, তবে এটি শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং তা সামাজিকভাবে একটি প্রতিবাদ কর্মসূচিতে রূপ নেয়। যার ফলে অনেকক্ষেত্রেই ভূল তথ্য ছড়িয়ে একটি সামাজিক বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি করে জনগনের জন্য অত্যাবশ্যক টিকাদান কর্মসূচিতে ব্যাঘাত ঘটায়।
Definition:
ক্যামব্রিজ ডিকশনারি মতে, টিকা দান কর্মসূচির বিরোধিতা করা বা টিকা নিতে অস্বীকৃতি জানানো।
English definition:
মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী, "opposed to the use of vaccines."
টিকা নিতে না চাওয়ার পেছনের সবচেয়ে বড় কারণ হল, অনেকের ধারণা টিকা গ্রহন করা শরীরের জন্য ক্ষতিকর। তাদের মতে টিকা নেবার ফলে শরীরের সাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে দূর্বল করে ফেলে । আবার অনেকের ধারণা, নিছক ব্যবসায়িক মুনাফা লাভের লক্ষ্যেই এসব টিকা বা ভ্যাক্সিন তৈরি করা হয়।
কোভিড-১৯ এর টিকা নিয়ে আমেরিকা, যুক্তরাজ্য সহ বর্তমানে সারা বিশ্বে এন্টি ভ্যাক্সারদের (যারা এন্টি ভ্যাক্সিনকে সমর্থন করেন) প্রতিবাদ কর্মসূচির কারণে জনগণের মাঝে মিশ্র এবং অনেকাংশেই ভূল ধারণার সৃষ্টি হয়েছে। যার ফলে সেসব দেশে টিকাদান কর্মসূচিতে ব্যঘাত ঘটছে।
In a sentence: