"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Viral Vaccine

Viral Vaccine কাকে বলে?

ভ্যাক্সিনের বাংলা প্রতিশব্দ হল টিকা বা প্রতিষেধক। এটি এক ধরনের জৈব রাসায়নিক যৌগ যা শরীরের ভিতরে এন্টিবডি তৈরির প্রক্রিয়াকে তরান্বিত করে যাতে কোন নির্দিষ্ট অসুখ সহজে উক্ত শরীরে বাসা বাঁধতে না পারে। আর ভাইরাসের আক্রমণ প্রতিহত করতে ব্যবহৃত ভ্যাক্সিনই হল ভাইরাল ভ্যাক্সিন বা ভাইরাসের টীকা

Definition 1:

যে ভাইরাস প্রতিরোধ করা দরকার তার অতি ক্ষুদ্রাংশ যা কিনা আক্রমণে অক্ষম এমন অংশ ব্যবহার করে যে ঔষধ তৈরি করা হয় তাকেই ভাইরাল ভ্যাক্সিন বলে। কোন ভাইরাল ভ্যাক্সিন শুধুমাত্র নির্দিষ্ট ভাইরাসের আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়ে থাকে।

Definition 2:

U.S. Department of Health & Human Services এর মতে, "A vaccine is made from very small amounts of weak or dead germs that can cause diseases — for example, viruses, bacteria, or toxins. It prepares your body to fight the disease faster and more effectively so you won’t get sick."

সম্প্রতি কোভিড-১৯ এর ভ্যাক্সিন তৈরির ক্ষেত্রেও একই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত ভ্যাক্সিনের মধ্যে রয়েছে Smallpox, Dengue, Ebola, Hepatitis B, H1N1, Rabies, Influenza, Mumps, Rubella ইত্যাদি ভাইরাসের ভ্যাক্সিন যা বিগত কয়েক শতক ধরে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করে আসছে।

Share it: