আধুনিক বিশ্বে Social dynamics শব্দগুচ্ছটির সাথে পরিচিত না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। এটি সামাজিক আচরণ, দৃষ্টিভঙ্গি, নিয়ম এবং মূল্যবোধের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়কে বর্ণনা করতে ব্যবহার করা হয়। সময়ের সাথে সাথে মুল্যবোধ, সামাজিক রীতিনীতি পরিবর্তনের ফলে সামাজিক গতিবিদ্যাতেও পরিবর্তন আসে।
Social dynamics বলতে সমাজে বিভিন্ন গোষ্ঠী আচরণের অধ্যয়নকে বুজায় যেখানে একজন ব্যক্তি ও একটি গোষ্ঠী একে অপরের সাথে যে উপায়ে যোগাযোগ স্থাপন করে এবং এই পারস্পরিক যোগাযোগ তাদের আচরণ এবং মনোভাবকে যেভাবে প্রভাবিত করে।
যে উপায়ে সমাজ ও সংস্কৃতি ব্যক্তি ও গোষ্ঠীর আচার-আচরণ, মনোভাব এবং নিয়ম-নীতিকে প্রভাবিত করে সেটাই হলো Social dynamics.
যে পদ্ধতিতে সমাজ এবং সংস্কৃতি সময়ের সাথে সাথে বিবর্তিত হয় এবং পরিবর্তিত হয়।
Investopedia এর মতে social dynamics হলো
"the forces that drive social change and the behaviors and attitudes of individuals and groups in society".
Social dynamicsকে বিভিন্ন প্রকারে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, যেমন
Group dynamics বলতে বোঝায় যে উপায়ে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ করে।
Cultural dynamics বলতে বোঝায় যে পদ্ধতিতে সংস্কৃতির প্রসার, সংযোজন এবং বিশ্বায়নের মতো প্রক্রিয়াগুলির মাধ্যমে সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় এবং নতুন রূপ ধারণ করে।
Economic dynamics বলতে বোঝায় যে উপায়ে অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক আচরণ এবং মনোভাবকে প্রভাবিত করে, যেমন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, বেকারত্বের হার এবং কর্মসংস্থানের প্রকৃতি ইত্যাদি।
Social dynamics বিভিন্ন নিয়ামকের উপরে নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
সামাজিক গতিবিদ্যা এর অধ্যয়ন আমাদের নানা রকমের সামাজিক সমস্যা যেমন অসমতা, বৈষম্য এবং সামাজিক দ্বন্দ্ব বুঝতে সাহায্য করতে পারে এবং এই সমস্যাগুলির সমাধানে আমাদের সাহায্য করতে পারে।
দক্ষিণ এশিয়ায় বর্ণপ্রথা দীর্ঘকাল ধরে Social dynamics এর অংশ হিসেবে, ব্যক্তি ও গোষ্ঠীর মনোভাব এবং আচরণকে প্রভাবিত করেছিলো। তবে এই প্রথার বিরুদ্ধে অনেক সামাজিক আন্দোলনের ফলে অনেক সামাজিক নিয়ম ও মূল্যবোধের পরিবর্তন হয়েছে।
আফ্রিকা মহাদেশে , Social dynamics এর উপর ঔপনিবেশিকতার প্রভাব এখনও দেখা যায়। ঔপনিবেশিকতার ফলে আফ্রিকান অনেক কৃষ্টি সভ্যতা হারিয়ে গিয়েছিলো। নিজস্ব ভাষার স্থলে জায়গা করে নিয়েছিলো ইংরেজি, ফরাসি, স্প্যানীয় এর মতো ভাষাসমূহ।
বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশের মানুষের জীবন যাপনও Social dynamics উপরে নদী, নদী থেকে আহোরিত মাছ গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে। এর প্রভাব এতটাই এই দেশের মানুষকে বলা হয় “মাছে ভাতে বাঙ্গালি”।