সামাজিক দূরত্ব মেনে চলা যখন প্রয়োজনীয় হয়ে উঠে তখন এক ধরনের সামাজিক বলয় বা বুদবুদের মাঝে থেকে সামাজিক যোগাযোগ বজায় রাখা সম্ভব হয়। সামাজিকভাবে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না করে বরং সীমিতভাবে সামাজিক যোগাযোগ বজায় রাখতে সামাজিক বলয়ের ভূমিকা রয়েছে।
Definition 1:
একদল মানুষ যখন নিজেদের মাঝে একটি সামাজিক সম্পর্ক বা যোগাযোগ বলয় তৈরি করে এবং তা বিদ্যমান রেখে সেই বলয়ের ভেতরেরই যোগাযোগে লিপ্ত থাকে, তখন তা একটি Social Bubble বা সামাজিক বলয় সৃষ্টি করে।
Definition 2:
কলিন্স ডিকশনারি মতে, একাধিক পরিবারের সদস্যরা যখন নিজেদের মাঝে সামাজিক সম্পর্ক বজায় রাখে তবে এর বাইরে অন্যদের সাথে কোনো ধরনের সামাজিক সম্পর্কে বিদ্যমান থেকে না।
English Definition:
অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, “A small group of people with whom you are allowed to have physical contact during a period when social distancing is otherwise required.”
সীমিত আকারের সদস্য নিয়ে দল তৈরি করে সামাজিক বলয় গড়ে উঠে, যারা নিজেদের বলয়ের ভেতরে থেকে সামাজিকভাবে যোগাযোগে সংযুক্ত থাকতে পারে। করোনা মহামারি শুরুর পর থেকে বৈশ্বিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস সামাজিক বলয়ের মাধ্যমে তাদের কার্যক্রম সীমিত পরিসরে অনলাইনে চলমান রাখতে সক্ষম হয়েছে।
In a sentence:
- Schools have been told to limit the classes to social bubbles of up to 15 pupils.
- Educational institutes are opening their classes by creating social bubbles with a limited number of students.