Psychosocial disabilities (PSD) কাকে বলে?
Definition (1):
Psychosocial disabilities (PSD) বা মানসিক সামাজিক ব্যাধিসমূহ বলতে সাধারণতঃ ব্যাধির সামাজিক গুরুত্বসমূহ এবং যেভাবে আপনার জীবন মানসিক ব্যাধির কারণে প্রভাবিত হয়েছে তাকে বোঝায়। মানসিক সামাজিক ব্যাধিসমূহে আক্রান্ত ব্যক্তিরা লক্ষ্য স্থির করতে ও পরিকল্পনা করতে, শিক্ষা, প্রশিক্ষণ, পেশা, এবং অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক কাজকর্মে অংশগ্রহণ করতে অসুবিধা অনুভব করে।
Definition in English:
”In general terms, PSD refers to the social consequences of disability and the way that your life is impacted upon due to mental illness.”
Use of the term in Sentences:
- People suffering from Psychosocial disabilities (PSD) can face difficulty in setting goals and making plans, engaging in training, education, employment, and other cultural and social activities.
- Psychosocial disabilities (PSD) is considered the most misunderstood and challenging areas of disability.