"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Social biome

জীবাঞ্চল (biome) বলতে প্রায় একই ধরনের জলবায়ু, পরিবেশ, প্রানী এবং উদ্ভিদ সমৃদ্ধ অঞ্চলকে বোঝানো হয়। জীবাঞ্চলে বসবাসরত প্রানী এবং উদ্ভিদের জীবনের জন্য সেই নির্দিষ্ট ধরনের জলবায়ু, আবহাওয়া যেমন সরাসরি প্রভাব ফেলে, তেমনি সামাজিক সম্পর্ক এবং মিথস্ক্রিয়তা আমাদের অনুভূতি, মানসিক এমনকি শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। প্রতিনিয়ত আমরা সামাজিক জীব হিসেবে এই সামাজিক বলয় (social biome) এর ভেতরেই বসবাস করি।   

Definition:

একটি স্বতন্ত্র ইকোসিস্টেমে বসবাসরত মানুষের মধ্যকার সামাজিক সম্পর্ক এবং মিথস্ক্রিয়তা, মানুষের সংবেদনশীলতা, মানসিকতা এবং শারিরীক স্বাস্থ্যকে সরাসরি প্রভাবিত করে থাকে, এধরনের নিয়ন্ত্রিত সামাজিক বলয়কেই social biome বোঝানো  হয়। 

English Definition:

সমাজবিজ্ঞানী স্টুয়ার্ট হল এর সংজ্ঞা অনুযায়ী, "The system of relationships and interactions that shapes our emotional, phycological, and physical health." 

সামাজিক বলয়ে অন্তর্গত মানুষের সামাজিক কার্যক্রম ঠিক করে দেয় সেই মানুষের সামাজিক পরিচিতি বা সামাজিকভাবে তিনি কতটুকু তৃপ্ত। সোশ্যাল বায়োমে সামাজিক কার্যক্রম বা অবদানের ভারসম্য বজায় রাখা সম্ভব হলে আবেগ, শারীরিক এবং মানসিক প্রশান্তি খুঁজে পাওয়া যায়, যেখানে অন্যদিকে ভারসম্যের ব্যত্যয় হলে সেই ব্যক্তি সামাজিকভাবে বিচ্ছিন্নতা, একাকীত্বতা বোধ করে। 

In a sentence:

  • Social biome depends on regular interactions and mutual respect.
  • Our emotional resilience depends on the quality of the social biome we are a part of.

 

Share it: