"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Book Tokker

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম "Tiktok" এ যারা ভিডিও আপলোড করে তাদেরকে বলা হয় Tiktokker বা টিকটকার। একইভাবে বই সংক্রান্ত টিকটক ভিডিও দেয়া হলে তা BookTok নামে পরিচিত। আর এই BookTok এর কাজটি যারা করেন তাদেরকে বলা হয় BookTokker

Definition:

বইসংক্রান্ত টিকটক ভিডিও যারা তৈরি করেন এবং টিকটকে প্রকাশ করেন তাদেরকে বুকটকার (BookTokker) বলা হয়। 

English Definition:

ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী, “someone who posts videos on the social media platform TikTok in which they talk about books and reading.”

 

টিক-টক ভিডিও গুলোর সর্বোচ্চ সময় ৬০ সেকেন্ড হবার কারণে, বুক-টক ভিডিও গুলোতে বই সম্পর্কে খুব বেশি বলা সম্ভব না হলেও, সেই সীমিত সময়কে সৃজনশীলতার সঙ্গে কার্যকরি উপায়ে ব্যবহার করে বর্তমানে বুক-টকিং খুবই জনপ্রিয় একটি চর্চায় পরিণত হয়েছে। 

BookTok ভিডিও তে একজন বুক-টকার (BookTokker) সাধারণত পড়ার জন্য নতুন বই এর নাম পরামর্শ করে থাকে, এছাড়াও তাদের পড়া কোনো বই সম্পর্কে সারমর্ম, বই এর কোন মজার গল্প সম্পর্কে দর্শকদের বলেন এবং বই সংগ্রহের ব্যাপারেও তারা তাদের পরামর্শ দেন।

In a sentence:

  • BookTok allows for the creative storytelling that both publishers and readers thrive on.
  • BookTok has become the gateway drug for people who’ve suddenly realized they’re missing a reading routine
Share it: