"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Spread Booking

অনেক সময় দেখা যায় বিভিন্ন অনিশ্চয়তার ভিত্তিতে একসাথে একাধিক জায়গায় ভ্রমণের প্ল্যান করা হয়। আগে বুকিং না করলে পরে পাওয়া না যাওয়ার সম্ভাবনা বেশি আবার একদম নির্দিষ্ট তারিখের খুব কাছাকাছি না আসা পর্যন্ত কোন না কোন কারণে কোনটাই ক্যান্সেল করা যাচ্ছেনা। এমন করার প্রবণতা "স্প্রেড বুকিং" নামে পরিচিত। 

Definition:

ভিন্ন ভিন্ন স্থানের টিকিট বুক করা, কিন্তু কোন একটা বাদে বাকি সব ভ্রমণ তারিখের ঠিক আগে বাতিল করার অভ্যাসকে Spread booking বলে। 

English Definition:

ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী "Spread booking" হল একটি Uncountable Noun যা বলতে বুঝায় - "the practice of booking several holidays to different places, with the intention of canceling all but one of them before the date of travel." 

 

Use it in a Sentence 

  • Stop spread booking and focus on one spot we are going for real. (স্প্রেড বুকিং করা বন্ধ করে আমরা যে একটি জায়গায় আসলেই যাচ্ছি সেটাতে মনোযোগ দেই।) 
  • Spread booking requires more planning than usual since getting a 100% refund is a priority.
  • Forget spread booking and think about that one place you want to visit this year.
  • How do you keep track of the refunding options while spread booking like a maniac? (পাগলের মত স্প্রেড বুকিং করার সময় রিফান্ড অপশন এর কিভাবে খেয়াল রাখ?)

  

Share it: