"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Double-Entry Bookkeeping in Bengali

Double-Entry Bookkeeping কাকে বলে?

Definition (1):

ব্যবসায়িক লেনদেনসমূহ লিপিবদ্ধ করার একটি পদ্ধতি যেখানে জমা এবং খরচসমূহের ভারসাম্যতা বিধান হিসাবরক্ষণ সমীকরণকে ভারসাম্যে রাখে তাকে Double-Entry Bookkeeping বা দোহারা হিসাব বা দোহারা লিখন হিসাবরক্ষণ বলা হয়।

Definition (2):

হিসাবরক্ষণের হিসাবসমূহ রাখার একটি পদ্ধতি যা প্রতিটি আর্থিক লেনদেন যা মূল হিসাবরক্ষণ সমীকরণ (সম্পদসমূহ= দায়সমূহ + মালিকদের ইক্যু্ইটি) দ্বারা প্রকাশিত, তার দ্বৈত স্বভাব (উৎস এবং বিন্যাস) সনাক্ত করতে পারে তাকে দোহারা হিসাব বা দোহারা লিখন হিসাবরক্ষণ বলা হয়।

Definition in English:

“A method of recording business transactions in which offsetting debits and credits keep the accounting equation in balance.”

Use of the term in Sentences:

  • Double-Entry bookkeeping helps businesses to keep the debits and credits in balance.
  • Most businesses use the double-entry bookkeeping system to keep proper track of all business transactions.
Share it: