"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Gen Z

সময়ের সাথে সাথে প্রযুক্তিগত বিকাশ হয়েছে, সেই সাথে সময়ভেদে বিদ্যমান প্রাযুক্তিক জ্ঞান নিয়ে বেড়ে উঠেছে একেকটি প্রজন্ম। প্রাযুক্তিক বিকাশের নিরিখে সর্বশেষ প্রজন্ম হচ্ছে Gen Z (জেন যি) বা জেনারেশন জেড।    

এই শতাব্দীর প্রজন্ম,অর্থাৎ ২০০০ সাল থেকে এখন পর্যন্ত যারা জন্মেছে সেই জেনারেশন।

এই জেনারেশন ইন্টারনেট সম্পর্কে ধারণা রাখে এবং ব্যবহার করতে পারে। ১৯৯৯ সালের পর থেকে এখন পর্যন্ত জন্মানো সকলেই এই প্রজন্মের অন্তর্গত।

Gen Z কাকে বলে?

Gen Z মানে ১৯৯৯ সাল পরবর্তী প্রজন্ম, প্রযুক্তির উন্নয়নে ইন্টারনেটের সাহায্যে তথ্য প্রাপ্তি এবং যোগাযোগ ক্ষেত্রে সুবিধা পাওয়া প্রথম প্রজন্ম। এরা জন্মের পর থেকেই ইন্টারনেট সম্পর্কে ধারণা রাখে এবং এর ব্যবহারে অভ্যস্ত।    

English Definition:

অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী,  “Those who are born from 2000- now, are regarded as being familiar with the internet."

জেনারেশন জেড এর মতো জন্মানোর সময় কালের সঙ্গে প্রযুক্তির জ্ঞানের সম্পর্কের ভিত্তিতে আরো ২ টি জেনারেশন বিদ্যমান, জেনারেশন এক্স এবং ওয়াই।  

  • Gen X- Born between the middle of the 1960s and the late 1970s
  • Gen Y- Born between the early 1980s and the late 1990s

Gen x, এই প্রজন্মের প্রযুক্তিগত ধারণা ছিলো না।  

Gen y, কম্পিউটার এবং ইলেক্ট্রনিক টেকনোলজির ব্যাপারে ধারণা রাখা প্রজন্ম।    

Gen z, ইন্টারনেট বিষয়ে অবগত এবং ব্যবহারে সক্ষম প্রজন্ম।   

In a sentence: 

  • Gen Z relies heavily on smartphones and other smart devices to manage all aspects of their lives.
  • Gen z is going to be a more device freak generation than the previous ones.
Share it: