Binary বা বাইনারি শব্দটির অর্থ হচ্ছে দ্বৈত বা দুইভাগ বিশিষ্ট। অন্যদিকে Gender এর আনুবাদিক অর্থ লিঙ্গ হলেও, জেন্ডার আর লিঙ্গ দুটি পৃথক ব্যাপার।
লিঙ্গ একটি মানুষের জৈবিক বা শারীরবৃত্তীয় ব্যাপার হলেও জেন্ডার হচ্ছে নির্দিষ্ট কোনো আচরণ, ধরনের প্রতি সমাজের একধরনের দৃষ্টিভঙ্গি। জেন্ডার বাইনারি শব্দটিতে ব্যবহৃত জেন্ডার বলতে লিঙ্গকেই বোঝানো হয়।
পৃথিবীর যেকোনো মানুষ, পুরুষ অথবা নারী এই দুটি শ্রেনীর যেকোনো একটির অন্তর্ভুক্ত এই ধারণাটিকে প্রকাশ করা হয় gender binary শব্দটির মাধ্যমে ।
Definition 1:
সারা বিশ্বের সকল মানুষকে জৈবিক বা লৈঙ্গিক বৈশিষ্টের ভিত্তিতে নারী-পুরুষ দুটি নির্দিষ্ট শ্রেনীতে বিভক্ত করার প্রচলিত একটি সিস্টেম।
Definition 2:
কলিন্স ডিকশনারি অনুযায়ী, পৃথিবীর সকল মানুষকে জেন্ডারের ভিত্তিতে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ এই দুই ভাগে শ্রেণীবদ্ধ করা একটি সিস্টেম।
English definition:
অক্সফোর্ড ডিকশনারি মতে,
“A way of considering people’s gender in which all people are considered to be either male or female.”
In a sentence: