"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Fluid intelligence

আমাদের স্বাভাবিক বুদ্ধিমত্তা (ইন্টিলিজেন্স) আমাদের কোনো কিছু শিখতে, পুনরায় মনে করতে(রি কল) সহায়তা করে থাকে। স্বাভাবিক এই বুদ্ধিমত্তা ফ্লুইড ইন্টিলিজেন্স এবং ক্রিস্টালাইজড ইন্টিলিজেন্স; ২ টি ভাগে পৃথকভাবে কাজ করে। 

ফ্লুইড ইন্টিলিজেন্স উপলব্ধি, বোধগম্যতা, যুক্তি এবং সমস্যার সমাধান বিষয়ে কাজ করে। অন্যদিকে, ক্রিস্টালাইজড ইন্টিলিজেন্স সঞ্চিত জ্ঞান এবং অতীত অভিজ্ঞতা পুনরায় স্মরণ করার ক্ষেত্রে কাজ করে থাকে।

 

Definition 1:

অতীত অভিজ্ঞতা এবং সঞ্চিত জ্ঞানের উপর নির্ভর না করে নতুন সমস্যাকে সমাধান করার জন্য যৌক্তিকভাবে এবং দ্রুত চিন্তা করার ক্ষমতা হচ্ছে Fluid intelligence  বা প্রবাহী বুদ্ধিমত্তা।

Definition 2:

Kaptest dot com মতে, কোনো সমস্যা সংক্রান্ত পূর্ববর্তী জ্ঞান বা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও, নতুন কোনো সমস্যার সমাধান করার ক্ষমতাকেই ফ্লুইড ইন্টিলিজেন্স বলা হয়। 

English Definition:  

Sciencedirect dot com অনুযায়ী, “The reasoning ability, and the ability to generate, transform and manipulate different types of novel information in real-time.”

 

ফ্লুইড ইন্টিলিজেন্স আমাদেরকে অজ্ঞাত, নতুন, পরিবর্তনশীল এবং বিমূর্ত ধারণা বা তথ্য উপলব্ধি করতে সহায়তা করে। যা কিনা কোনো সমস্যার সমাধান করতে, বুঝতে এবং শিখতে সর্বোচ্চ সহায়তা প্রদান করে। মনোবিজ্ঞানী রেইমন্ড বি ক্যাটেল ১৯৬৩ সালে ‘ফ্লুইড এবং ক্রিস্টালাইজড’ বুদ্ধিমত্তার ধারণাটিকে সর্বপ্রথম ‘সাইকোমেট্রিক’ তত্ত্বের মাধ্যমে প্রকাশ করেন।

 

In a sentence:

  • Fluid intelligence tends to decline as people reach later adulthood.

 

Share it: