"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Genius Hour

Genius hour একটি পাঠদান প্রক্রিয়া যেখানে শিক্ষার্থী কিংবা অংশগ্রহণকারীদের নিজেদের পছন্দমতো বিষয়াবলি নিয়ে অনুসন্ধান, চর্চা ও গবেষণা করার সুযোগ দেয়া হয়। প্রথাগত পাঠদান প্রক্রিয়ার সাথে এর প্রধান পার্থক্য হলো এতে কোনো নির্দিষ্ট পাঠ্যসূচি কিংবা শিক্ষা সহযোগী উপকরণ ব্যবহার করা হয় না। প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রতিটি শিক্ষার্থী তাদের নিজস্ব রুচি, আগ্রহ ও কৌতূহলের উপর ভিত্তি করে বিষয় বাছাই করে।

Genius Hour কাকে বলে?

পাঠদানের যে নির্দিষ্ট অংশে নির্ধারিত পাঠ্যক্রম অনুসরণ না করে শিক্ষার্থীদেরকে স্ব-বাছাইকৃত বিষয়ে অধ্যয়ন ও চর্চা করতে উদ্বুদ্ধ করা হয়ে তাকে Genius Hour বলে।

English Definition:

Keslerscience ডট কম এর মতে, " A movement that allows students to explore their own passions and encourages creativity in the classroom by providing them a choice in what they learn during a set period of time during school."

Genius hour ধারণাটি কাঠামোবদ্ধ শিক্ষার সংকীর্ণতাকে দূরীভূত করার জন্য প্রচলিত হয়েছে। এর ফলে একজন শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরিবেশে পরীক্ষার মাধ্যমে লক্ষ্য অর্জনের পরিবর্তে আত্ম-অনুসন্ধানী হয়ে উঠতে উৎসাহিত হয়। এর মাধ্যমে নতুন নতুন বিষয়ে নিয়ে তারা নিজেদের মত করে ভাবতে শেখে এবং বিভিন্ন সমস্যা সমাধানের নানা প্রক্রিয়াও শিখে নেয়।

In a Sentence:

  • Genius hour is driven by self-direction, passion, inquiry, and motivation.
  • Usually, 20% of the total curriculum time is allotted for genius hour.

 

Share it: