নিজের জেন্ডার সম্পর্কে নিজের ধারণাকেই জেন্ডার আইডেনটিটি বলা হয়ে থাকে। জেন্ডার আইডেনটিটি ধারণাটি জেন্ডার রোল এর ধারণাটির সাথে নিবিড়ভাবে জড়িত। সামাজিকভাবে প্রতিষ্ঠিত জেন্ডার অনুযায়ী কাজের ধারণার পাশাপাশি পারিবারিক পরিচর্যা, সামাজিক প্রভাব এবং ভাষা অনেকক্ষেত্রেই জেন্ডার আইডেনটিটি গঠনে অবদান রাখে।
Definition:
নিজের জেন্ডার সম্পর্কে নিজের ধারণা হচ্ছে Gender identity.
সাধারণত পরিবারের লালন, সামাজিক প্রভাবের মাধ্যমে শৈশবের শুরুতেই শিশুদের মাঝে নিজের জেন্ডার আইডেনটিটি সম্পর্কে ধারণা তৈরি হয়। যে ধারণাটি পরবর্তিতে বয়ঃসন্ধিকালে হরমোন পরিবর্তনের প্রভাবে আরো বেশি জোরদার হয়।
English Definition:
মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী, “ a person's internal sense of being male, female, some combination of male and female, or neither male nor female.”
পারিবারিক লালন, সামাজিক প্রভাব এবং ভাষার মাধ্যমে শিশুরা শৈশবের শুরুতেই জেন্ডার আইডেনটিটি ধারণাটির সাথে পরিচিত হতে শুরু করে। ৩ বছর বয়সেই শিশুদের মাঝে নিজের জেন্ডার সম্পর্কে ধারণা তৈরি হয়ে যায়। শিশুদের মাঝে তৈরি হয়ে যাওয়া এই ধারণা পরবর্তীতে নতুন ভাবে প্রভাবিত সম্ভবনা থাকে কিন্তু তা পুরোপুরি বদলে যায় না।
In a sentence: