"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Carbon Sink

প্রাকৃতিক নিয়মে গ্যাসীয় বা যৌগ হিসেবে কার্বন বাতাসের সাথে মিশে যায়, বায়ুমন্ডলের সেই কার্বন আবার গাছ, মাটি বা সমুদ্রের মতোবিশাল আকারের প্রাকৃতিক উপাদানের সাহায্যে ক্রমাগত শোষিত হতে থাকে। কার্বনের এই নির্গমন-শোষন প্রক্রিয়ার মাধ্যমেই পৃথিবীর গড় তাপমাত্রা বসবাসযোগ্য ১৫℃ হিসেবে বিদ্যমান থাকে।

তবে বায়ুমন্ডলে কার্বনের মাত্রা মানবসৃষ্ট নানা কারণে ক্রমাগত বেড়ে চলছে, যার সাথে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা।

  

Definition:

সমুদ্র, মাটি এবং গাছপালাসহ প্রাকৃতিক পরিবেশের যেসব উপাদান কার্বন সমৃদ্ধ নানা উপাদান বিশেষত; বায়ুমন্ডলের কার্বন-ডাই-অক্সাইড শোষন করে বায়ুমন্ডলের কার্বনের মাত্রা কমায় সেগুলোকে carbon sink বলা হয়। 

English Definition:

অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, “something natural that absorbs carbon-containing chemical compounds, especially carbon dioxide.”

 

বিপুল পরিমান কার্বনের উর্ধমূখী মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার কাজটি করে সাগর, বনাঞ্চল, গাছপালা, মাটির মতো বিশালাকার প্রাকৃতিক  সিস্টেম।  

কার্বন-সিঙ্ক সাধারনত যে পরিমাণে কার্বন নির্গমন করে, তার থেকে অনেক বেশি পরিমাণে কার্বন বায়ুমন্ডল থেকে শোষণ করে এবং তা মজুদ করে রাখতে পারে।

 

In a sentence:

  • Forests are typically carbon sinks, places that absorb more carbon than they release.

 

Share it: