"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Blue Monday

Blue বলতে এখানে সরাসরি নীল রঙ না বুঝিয়ে নীলের সাথে দুঃখের যে এক অদ্ভুত সম্পর্ক রয়েছে, সেদিকটাকে  নির্দেশ করা হচ্ছে। দুঃখভরা Monday বা সোমবারই হল Blue Monday। সোমবারে ইউরোপ ও আমেরিকার দেশগুলোর সাপ্তাহিক ছুটি শেষে প্রথম কার্যদিবসের একটা ব্যাপার রয়েছে। সপ্তাহের প্রথম দিনের অফিসটা কোন এক কারণে একটু বেশিই কষ্টসাধ্য হয়ে থাকে।

Definition 1:

যে সোমবার হঠাৎ মনটা একটু খারাপ থাকে, সব কিছু একরকম অসহ্য লাগতে থাকে, সেই সোমবার হল Blue Monday বা নীল সোমবার।

Definition 2:

উত্তরগোলার্ধে, জানুয়ারির কোন এক সোমবার যেটা কিনা অধিকাংশ ক্ষেত্রে জানুয়ারি মাসের তৃতীয় সোমবারই হয়ে থাকে। এইদিনটিকে বছরের সবচেয়ে হতাশার দিন বলে ধরে নেওয়া হয়।

English Definition:

অক্সফোর্ড ডিকশনারি বলছে,

"A Monday on which one feels gloomy or dispirited, especially because one has to return to work after the weekend."

উত্তরগোলার্ধে শীতপ্রধান দেশগুলোতে জানুয়ারী মাসের তৃতীয় সোমবার সাপ্তাহিক ছুটি শেষে কাজে ফেরা এবং শীত এর কারণে মানুষ সাধারনভাবেই খানিকটা হতাশ থাকে। এজন্য সোমবারের সাথে হতাশা বা দুঃখের নীল রং যুক্ত করে নীল সোমবার ধারণাটি এসেছে। নীল সোমবার শব্দপ্রত্যয়টি সাইকোলোজিস্ট ক্লিফ আরনাল সর্বপ্রথম ২০০৪ সালে ব্যবহার করেন। 

Use in a Sentence

  • Blue Mondays are full of blues. (Blue Monday গুলো সদাই দুঃখভরা।)

 

Share it: