"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Blue-Chip Stock in Bengali

Blue-Chip Stock কাকে বলে?

Definition (1):

বড়, ভালো মূলধনী কোম্পানিসমূহ দ্বারা ইস্যুকৃত শেয়ার যা ধারাবাহিকভাবে লভ্যাংশ প্রদান করে তাকে Blue-Chip Stock বলা হয়।

Definition (2):

একটি ব্লু-চিপ শেয়ার হলো একটি বড়, সুপ্রতিষ্ঠিত, এবং আর্থিকভাবে স্বচ্ছল কোম্পানি যা বহু বছর ধরে কাজ করে আসছে সেই কোম্পানির শেয়ার।

Definition (3):

খুব বড় এবং খ্যাতনামা কোম্পনিসমূহের ভালো আর্থিক অবদানের দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ শেয়ারসমূহকে ব্লু-চিপ শেয়ার বলে।

Definition in English:

“Stock issued by large, well-capitalized companies that consistently pay dividends.”

Use of the term in Sentences:

  • Blue-Chip stocks can endure inflexible market conditions.
  • Blue-Chip stocks can give investors high returns when the market condition is good.
Share it: