"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

White supremacy

অন্যান্য জাতি-বর্ণেব মানুষের তুলনায় সাদা চামড়ার মানুষের নিজেদেরকে উন্নতর এবং শ্রেষ্ঠ হিসেবে ধরে নেয়া এবং সেই যুক্তিতে অন্যান্য জাতি বা বর্ণের মানুষের উপর সাদা চামড়ার মানুষের আধিপত্য বিস্তার বা নিয়ন্ত্রন করাকে ‘সাদা চামড়ার আধিপত্য’ হিসেবে আখ্যায়িত করা হয়। 

Definition:

জাতিগতভাবে অন্যান্য সকল বর্ণ বা জাতির তুলনায় শ্বেতাঙ্গদেরকে স্বাভাবিকভাবে উন্নত এবং অধিকতর শ্রেষ্ঠ হিসেবে ধরে নিয়ে অন্যান্য বর্ণের মানুষের ওপর শ্বেতাঙ্গদের প্রভাব ও নিয়ন্ত্রন কায়েম করাকে white supremacy বা ‘সাদা চামড়ার আধিপত্য’ বলা হয়ে থাকে।

English Definition:

মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী, “the social, economic, and political systems that collectively enable white people to maintain power over people of other races.”

পৃথিবীতে যতগুলো উপনিবেশ স্থাপন করা হয়েছিল তার প্রত্যেকটির পেছনে কার্যকারণ হিসেবে এই white supremacy’র অবদান ছিল। বর্তমানে পৃথিবীতে উপনিবেশ আর বিদ্যমান না থাকলেও; অন্য জাতিরাষ্ট্র বা একই রাষ্ট্রে বিদ্যমান সামাজিক প্রেক্ষাপটে অন্যান্য জাতি-বর্নের উপর সাদা চামড়ার নিয়ন্ত্রন এবং আধিপত্য বিস্তারের চিত্র এখনো বর্তমান। 

In a sentence:

  • By the early 19th century, white supremacy was attached to emerging theories of racial hierarchy.

 

Share it: