"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

White pages

ইন্টারনেট পরিসেবা উপলব্ধ হবার আগে মানুষ/প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, যোগাযোগ করার টেলিফোন নম্বর- টেলিফোন ডিরেক্টরিতে বর্ণানুক্রমে তালিকা আকারে উপলব্ধ ছিল। সেই ডিরেক্টরির কিছু পৃষ্ঠায় এলাকা ভেদে বর্ণানুক্রমে এই তালিকা থাকতো, যা কিনা ‘হোয়াইট পেইজ’ নামে পরিচিত। 

Definition 1:

ক্যামব্রিজ ডিকশনারি মতে, একটি নির্দিষ্ট শহর বা এলাকায় বসবাসরত সকলের এবং ব্যবসা পরিচালনা করে এমন সকল প্রতিষ্ঠানের নাম, টেলিফোন নম্বর এবং ঠিকানার তালিকা টেলিফোন ডিরেক্টরির যে পৃষ্ঠায় থাকে।  

আবার, ইন্টারনেট এর আগমনে ওয়েব সার্ভিস সেবা দেয় এমন প্রতিষ্ঠান খুঁজে পাবার ক্ষেত্রে নতুন হোয়াইট পেইজ’এর আগমন । যারা ওয়েব সার্ভিস সেবা দিয়ে থাকে তাদের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি একাধিক ভাষায় UDDI এ দেয়া থাকে, যাতে বৈশ্বিকভাবে একটি যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা যায়। 

Definition 2:

UDDI এ ওয়েব সার্ভিস সরবরাহকারী প্রতিষ্ঠান এর নাম, ঠিকানা, যোগাযোগ করার ফোন নম্বর, সরবরাহকৃত সেবা সম্পর্কিত তথ্য ইথাদি উল্লেখ করা থাকে, এটিই হোয়াইট পেইজ। 

English definition:

মেরিয়াম ডিকশনারি অনুযায়ী, “the section of a telephone directory that lists individuals and businesses alphabetically.”

 

UDDI (Universal Description, Discovery and Integration) হচ্ছে ওয়েব সার্ভিস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পরিষেবা সম্পর্কিত তথ্য প্রকাশ করার এবং উপলব্ধ পরিষেবাগুলি অনুসন্ধান এবং খুঁজে বের করার ক্ষেত্রে গ্রাহকদের জন্য স্ট্যান্ডার্ড একটি পদ্ধতি।

In a sentence:

  • White pages are losing their uses in the age of the internet. 
  • White pages can provide information about the businesses, which supply the specific service you are looking for.

 

Share it: