"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Voice shopping

ভয়েস নিয়ন্ত্রিত স্মার্ট ডিভাইস এর সাহায্যে পণ্য অর্ডার বা shopping cart এ পণ্যটিকে এড করার মাধ্যমে খুব সহজেই বাজার করার পদ্ধতিটি বর্তমানে উন্নত বিশ্বে বেশ জনপ্রিয়। 

Definition:

স্মার্ট স্পিকার, ভার্চুয়াল এসিসটেন্ট বা স্মার্ট ফোনের সাহায্যে পণ্য বা ব্র্যান্ডের নাম বলার মাধ্যমে বাজার করার নতুন পদ্ধতিকে voice shopping বলা হয়। 

English Definition:

ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী,  "the activity of buying things online by talking to a smart device such as a phone or voice-controlled speaker." 

Voice shopping প্রযুক্তিটি মার্কিন কোম্পানী আমাজন বেশ জনপ্রিয় করে তুলেছে। মার্কেট/সুপারশপে এধরনের নতুন সুবিধা সংযুক্ত হবার ফলে বাজারে যেয়ে বাজার করার প্রয়োজন হয় না, ব্যস্ততার মাঝে বাজার করার ঝামেলা অনেকাংশেই কমে গিয়েছে।   

In a sentence:

  • The growth of voice shopping has revolutionized the way of shopping.
  • Voice shopping comes along with a challenge as it does not provides visuals in most cases.
  • Voice shopping is the upcoming trend in eCommerce and people are getting used to it.
Share it: