"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Spoiler alert

সিনেমা, টিভি সিরিজ, বই, গল্প বা যেকোনো কিছু যা এখনো দেখা, পড়া বা জানা হয়নি এমন কিছু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে সেই সম্পর্কিত আগ্রহ বা উত্তেজনাকে spoil বা নষ্ট করার আগেই alert বা সতর্কতা দেয়া। অর্থাৎ সিনেমা, সিরিজ বা বই এর কাহিনী এবং গুরুত্বপূর্ণ প্লট ডেভলপমেন্ট সম্পর্কে সতর্ক করা এবং জানিয়ে দেয়া।

Definition 1:

সিনেমা, সিরিজ এর গুরুত্বপূর্ণ প্লট উন্মোচিত বা প্রকাশিত হবার পূর্বেই সে সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য জানানো।

Definition 2:

অক্সফোর্ড ডিকশনারি মতে spoiler alert হল, কোনো সিনেমা, টেলিভিশন সিরিজ ইত্যাদিতে যা ঘটবে বা ঘটতে চলছে এমন কোনো তথ্য, সেই সিনেমা বা সিরিজটি এখনো দেখেনি এমন কারো কাছে দেবার ক্ষেত্রে একটি সতর্কতা প্রদান করা। 

English Definition:

ম্যাকমিলান ডিকশনারি অনুযায়ী, “a warning that someone is about to reveal something about a film, TV show, book, etc that to those; who have not yet seen or read it and would prefer not to know.” 

দর্শক বা পাঠকের সামনে গুরুত্বপূর্ণ কোনো প্লট বা ঘটনা প্রকাশিত হবে এ বিষয়ে একধরনের সতর্কতা জানানো। সাধারণত ফিল্ম, টিভি সিরিজ সংক্রান্ত সমালোচনা, রিভিউ এর ক্ষেত্রে স্পয়লার এলার্ট চলে আসে। কেননা অনেকেই সেই সিনেমা, সিরিজ কিংবা বই এর গল্প সম্পর্কে জানে না, কিন্তু সেই সমালোচনা বা রিভিউ এর আলোচনায় সেই গল্প, চরিত্র, প্লট, সমাপ্তি ইত্যাদি সম্পর্কে একটা ধারণা চলে আসে। ‘Spoiler alert’ বাক্যাংশটি ১৯৮২ সালে ‘Star Trek II The Wrath of Khan’ সিনেমা নিয়ে করা একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

In a sentence:

  • In the final episode (spoiler alert) hero gets shot.
  • I loved Titanic, the best part was the special effects during the ship sinking…oh sorry, ‘spoiler alert’.

 

Share it: