"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Smart Campus

Smart campus এর পুরো ধারণাটিই শিক্ষাক্ষেত্রে একটি বিপ্লব হিসেবে এসেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানাভাবে এই ধারনাটি তাদের ক্যাম্পাসে প্রয়োগ করছে এবং সফলও হচ্ছে। এটি যে শুধুমাত্র পড়াশোনা বিষয়ক প্রযুক্তির ব্যবহার তা কিন্তু না। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা থেকে শুরু করে, নিরাপত্তা, যোগাযোগ, পরিবহনসহ নানা ক্ষেত্রে এর প্রয়োগ হচ্ছে। প্রতিনিয়ত নানা প্রতিষ্ঠান এতে আগ্রহীও হয়ে উঠছে। 

২০০০ সালের শুরুর দিকে এই শব্দটি প্রথম উঠে আসে। নানা রকমের প্রযুক্তির নিত্যনতুন আবিষ্কার এবং জনপ্রিয় হয়ে উঠাই এক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করেছিলো। 

Smart Campus কাকে বলে?

Smart Campus হলো এমন একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান যেখানে পড়াশোনা এবং ক্যাম্পাস জীবনকে সহজ করে তুলতে নানা রকমের প্রযুক্তির ব্যবহার করা হয়। এই প্রযুক্তির প্রয়োগ ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের জন্যই ভালো অভিজ্ঞতার তৈরি করে। 

সংজ্ঞা ২: 

প্রযুক্তিগত দিক থেকে, 

একটি বিশেষ ধরণের ক্যাম্পাস যেখানে নানা রকমের প্রযুক্তি মাঝে সমন্বয় তৈরি করা হয় এবং এই সমন্বয়ের ফলে উৎপন্ন ডাটা বিশ্লেষণ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সম্পর্কিত সবাই বিভিন্ন সুবিধা ভোগ করে।

সংজ্ঞা ৩: 

পরিবেশ রক্ষার কথা চিন্তা করেও Smart Campus এর ধারণা জনপ্রিয় করে তোলা হচ্ছে। এই ক্ষেত্রে,

Smart Campus হলো সেই ক্যাম্পাস যেখানে পরিবেশের কথা বিবেচনা করে উন্নত প্রযুক্তির ব্যবহার এর ফলে পরিবেশের উপরে বিরূপ প্রতিক্রিয়া কমিয়ে আনা হয়। 

English Definition

বিখ্যাত ম্যাগাজিন Campus Technology ডট com অনুসারে smart campus হলো, "an institution that leverages technology to enhance the student experience, improve operational efficiency, and create a more sustainable and secure environment." 

 

মূলনীতি: 

উপরের আলোচনা থেকে একটি ব্যাপার নিশ্চিত, তা হলো একটি smart campus এ নানা রকমের যন্ত্র ও প্রযুক্তি ব্যবহার করা হয়। এই সকল যন্ত্রাদি শিক্ষার্থীদের জীবন সহজ করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক কিছুই সহজ করে তোলে। 

ভর্তির প্রক্রিয়া, কে কোন কোর্স নিবে তা নিশ্চিতকরণ, ফিন্যান্স, নিরাপত্তা থেকে শুরু করে এটেন্ডেন্স গ্রহণ, ক্লাউড কম্পিউটিং, ক্যাম্পাসের সাথে সম্পর্কিত নানা রকমের এপের প্রচলন ইত্যাদির মাধ্যমে একটি Smart Campus গড়ে উঠে। 

একটি ক্যাম্পাস কোন ধরণের সুযোগ সুবিধা প্রচলন করেছে এর উপরে নির্ভর করে Smart Campus কে বেশ কিছু ভাগে ভাগ করা যায়। এর ভিতরে কয়েকটির উল্লেখ করা হলো: 

Smart Security Campus:

এই ক্ষেত্রে নানা রকমের উন্নত প্রযুক্তি ব্যবহার করে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা হয়। বডি স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা, ফিঙ্গার প্রিন্ট লক, নানা রকমের স্যান্সর ইত্যাদি প্রযুক্তির ব্যবহার ঘটে। 

Smart Energy Campus:

কার্বন নিঃসরণ কমাতে বিকল্প জ্বালানি এবং শক্তির দিকে এই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। নবায়নযোগ্য শক্তি যেমন: সৌর বিদ্যুৎ এই ক্ষেত্রে গুরুত্ব পেয়ে থাকে। 

Smart Transportation Campus:

অনেক ক্যাম্পাস যানবাহনের শৃঙ্খলা নিয়ে আসতে রাইডিং সার্ভিস, রাইড শেয়ার, জিপিএস ট্রেকার ইত্যাদি প্রযুক্তির ব্যবহার করছে।

Smart Administration Campus

প্রশাসনিক নানা রকমের কাজ সহজ করে তুলতে নানা রকমের কম্পিউটারাইজড এপস ও সফটওয়্যারের প্রচলন হচ্ছে। যা মানুষের উপরে চাপ কমাচ্ছে। একই সাথে কমে যাচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা। 

বাস্তবিক উদাহরণ:

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (NUS) তাদের ক্যাম্পাসে Smart Energy Saving এর প্রচলন করেছে। তারা ডাটা বিশ্লেষণের মাধ্যমে খোজ রাখছে- কোথায় কোন সময় কি পরিমান আলো কিংবা ইলেক্ট্রিসিটি প্রয়োজন হয়। একই সাথে তারা বিদ্যুৎ সাশ্রয়ী বাতি স্থাপন করেছে পুরো ক্যাম্পাস জুড়ে। কেন্দ্রীয় ভাবে বিশ্ববিদ্যালয়ের নানা অংশের বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে তারা শক্তির অপচয় কমিয়ে এনেছে আশানুরূপ পরিমাণে। 

ইন্ডিয়ান ইন্সটিউট অব টেকনোলোজি (IIT) তাদের ক্যাম্পাসে একটি বিকল্প পরিবহন ব্যবস্থা চালু করেছে। এটি যেমন সবার জন্য নতুন পরিবহনের মাধ্যম তৈরি করে যানপবাহন সংকটের অবসান করছে , একই সাথে কমিয়ে আনছে যানবাহন কর্তৃক যানজটের পরিমাণও। এই ব্যবস্থায় কিছু নির্দিষ্ট পরিবহনে রাইড শেয়ারের মাধ্যমে ছাত্র, শিক্ষক, কর্মচারী কিংবা কর্মকর্তারা ক্যাম্পাসের ভিতরে চলাচল করে, আর এপ দিয়ে রাইডের অবস্থান নির্ণয় এবং গতিবিধি নিশ্চিত রাখা হয়। 

ইউনিভার্সিটি অব কেপ টাউন (UCT) তাদের শিক্ষার্থী, কর্মচারী ও কর্মকর্তাদের জন্য Smart Security নিশ্চিত করছে। এর মাধ্যমে ইউনিভার্সিটি এলাকা নির-বিচ্ছিন্নভাবে নিরাপত্তা বলয়ের ভিতরে থাকে, এবং যে কোনো ধরণের সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ এর ব্যবস্থা নেওয়া হয়। 

Use The Term In Sentences: 

  1. Smart Campus is the future of the higher education system. 
  2. Rubaiyat is happy because his university wants to develop a smart campus. 

 

Share it: