"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Round Table

কোন ইস্যু বা বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিষয় সংশ্লিষ্ট একাধিক বিশেষজ্ঞ মানুষের একত্রিত হয়ে নিজ নিজ মতামত তুলে ধরার মাধ্যমে যে আলোচনা সভা হয়ে থাকে সেটিকেই গোল টেবিল বৈঠক বলা হয়ে থাকে।

এধরনের আলোচনায় অংশগ্রহনকারী সকল সদস্যের মতামত প্রকাশ করার সমান সুযোগ থাকে। ফলে এধরনের আলোচনার মাধ্যমে এক মতে আসা সহজতর হয় এবং গৃহীত সিদ্ধান্ত কার্যকর হবার সুযোগ অনেকাংশে বৃদ্ধি পেয়ে থাকে। 

 

Definition:

কোন নির্দিষ্ট বিষয় বা ইস্যু সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের একত্রিত হয়ে আলোচনা করাকে round table বা গোল টেবিল বৈঠক বলা হয়।

 

English Definition:

ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী, “A discussion or meeting where people meet and talk in conditions of equality

 

বৃটিশ কিং আর্থার তার নাইটদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে সর্বপ্রথম গোল টেবিল বৈঠক করেন। এটিই ইতিহাসে উল্লেখিত সর্বপ্রথম গোল টেবিল আলোচনা। এ থেকেই আলোচনার জন্য গোল টেবিল বা round table ধারনাটির উৎপত্তি হয়েছে। 

 

In a sentence:

  • A round-table conference of the leading eye specialists is ongoing in the conference hall.
  • The round table discussion with business executives will be held tonight.

 

Share it: