"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Robotics

প্রকৌশলবিদ্যার একটি অন্যতম ক্ষেত্র হল Robotics বা রোবটিক্স। যেখানে একটি রোবট তৈরির পরিকল্পনা, নকশা, উৎপাদন কৌশল এবং পরিচালনা থেকে শুরু করে সকল বিষয় পারস্পরিকভাবে জড়িত থাকে।

রোবোটিক্স মূলত বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রকৌশল বিদ্যার পুরোপুরি সন্নিবেশন যেখানে এক্সপার্টদের মেধা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে, বিভিন্ন উদ্দ্যেশ্যে রোবট তৈরী করা হয় যা ইনপুট অনুযায়ী কাজ সম্পাদন করে। Robotics এর একটি extension term হল robot।

১৯২০ সালের দিকে চেক লেখক ক্যারেল চ্যাপেল সর্বপ্রথম তার নাটক " Rossum's Universal Robots" সর্বপ্রথম রোবট শব্দটি ব্যবহার করেছেন।

Robotics কাকে বলে?

Robotics হল প্রযুক্তির একটি শাখা যেখানে রোবটের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম, এপ্লিকেশন ছাড়াও কম্পিউটার সিস্টেমের এর মাধ্যমে এর কন্ট্রোল, সেন্সর এবং সেই সাথে ইনফরমেশন প্রসেসিং নিয়ে আলোচনা করা হয়।

English definition

Merriam webster এর মতে, "technology dealing with the design, construction, and operation of robots in automation".

 

নিত্যদিনের জীবনে আমরা রোবোটিক্স এর বিভিন্ন সুফল উপভোগ করি। তা হল -

  • শিল্পকারখানা
  • সামরিক ক্ষেত্রে
  • চিকিসৎসা
  • গৃহস্থালি কাজে
  • বিনোদন
  • শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে।

বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রকৌশল ক্ষেত্রের সমন্বয় হল রোবোটিক্স। রোবোটিক্স এর প্রধান উদ্দেশ্য হল আধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় সাধন করে বুদ্ধিমান মেশিন প্রস্তুত করা। রোবট তৈরীর প্রথম ধাপ হল, কাঠামো অনুযায়ী মেকানিক্যাল কনস্ট্রাকশন তৈরী করা। কাঠামোটি পুরোপুরি ইলেক্ট্রনিক সার্কিটে দ্বারা পরিচালিত হয় এবং কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষা দ্বারা এটিকে কন্ট্রোল করা হয়।

আর এইভাবে তৈরিকৃত এই মেশিনটি বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে নানান ক্ষেত্র যেমন প্রযুক্তি, চিকিৎসা, গৃহস্থলি ইত্যাদি কাজে ব্যবহার করা হচ্ছে। সেই সাথে ভবিষ্যতে এর কাজের ক্ষেত্র আরও ব্যাপক হারে বৃদ্ধি পাবে।

In a sentence

  • Robotics is the combination of engineering, science, technology and artificial intelligence.
  • Students are gradually becoming interested in Robotics subjects.

 

Share it: