"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Old Money

বংশপরম্পরায় ধনী পরিবার বা উত্তরাধিকার সূত্রে সম্পদশালী হয়ে ওঠা পরিবারদের সম্পদকে বোঝাতে ওল্ড মানি প্রত্যয়টি ব্যবহৃত হয়। আমেরিকায় রকফেলার, ফোর্বস, কার্নেগি, রুজভেল্ট পরিবার; যুক্তরাজ্যে ডিউক, আর্ল, মার্কেস, ব্যারন-দের মতো অভিজাত পরিবারকেই ওল্ড মানির উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে গণ্য করা হয়। 

Old Money কাকে বলে?

Old Money বলতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ফলে গড়ে উঠা ধনী পরিবারের সম্পদকে বুজায় যা অনেকাংশেই তাদের সামাজিকভাবে স্বীকৃতি এবং মর্যাদা দিয়ে থাকে।

ক্যামব্রিজ ডিকশনারি মতে, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদের সুবাদে বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরে হয়ে থাকা ধনী পরিবার। 

English definition:

অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, “Wealth that has been in a family for many generations; people whose families have been wealthy for many generations.”

 

ডিজিটাল যুগের পূর্ব পর্যন্ত আমিরিকার অধিকাংশ ব্যবসায়িক পরিবার এই ওল্ড মানি পরিবার থেকে এসেছে। বংশগতভাবে প্রাপ্ত অঢেল সম্পদের কল্যানেই তারা এককভাবে ব্যবসায়িক পরিমন্ডলে প্রভাব বিদ্যমান রাখতে সম্ভব হয়েছিল। অন্যদিকে ইউরোপীয় পরিমন্ডলে ধনী পরিবারগুলো আভিজাত্যের বলয়ে সীমাবদ্ধ থেকে সামাজিকভাবে স্বীকৃতি লাভ এবং প্রভাব বলবৎ রাখতে সক্ষম হয়েছে।

বর্তমান সময়ের প্রায় সকল ওল্ড-মানি পরিবারই নিউ-মানি পরিবার ছিল, কেনোনা সেধরনের পরিবারের কেউ না কেউ সর্বপ্রথম সেই সম্পদ উপার্জন বা অর্জন করেছিল- মেধা, শ্রম কাজে লাগিয়ে।  

In a sentence:

  • She came from old money.
  • Most of the big businesses established in the 19th century are still being controlled by old money.

 

Share it: