"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Microdelivery

অন-ডিমান্ড ডেলিভারি সার্ভিস এবং মাইক্রোডেলিভারি সার্ভিস প্রায় একইরকম মনে হলেও মূলত পার্থক্য রয়েছে। মাইক্রোডেলিভারি সার্ভিসে প্রয়োজন অনুসারে অর্ডার করা যায়, বিশেষত সাবস্ক্রিপশনের মাধ্যমে অনলাইনে বা অ্যাপস এর মাধ্যমে এই সার্ভিসটি পাওয়া যায়। 

এই সরবরাহ মডেলের সাথে ‘সংবাদপত্র সরবরাহ’ মডেল এর মিল থাকলেও, খাদ্যদ্রব্য বা অন্যান্য ভোগ্য পণ্যের ক্ষেত্রে এমন মডেল পূর্বে ছিলো না।     

Microdelivery কাকে বলে?

নিত্যব্যবহার্য পণ্য, বিশেষত দ্রুত পচনশীল ভোগ্য পণ্য চাহিদার ভিত্তিতে প্রয়োজন অনুসারে অনলাইনের মাধ্যমে অর্ডার করার সুযোগ রয়েছে এমন নতুন একধরনের ডেলিভারি সার্ভিসের মডেলকে microdelivery বলা হয়ে থাকে।   

English Definition:

ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী, “the act of delivering to someone’s house a single item, normally food or drink, very soon after they have ordered it online.”  

দুধ, ডিম, ব্রেড, জুস, সবজির মতো পচনশীল পণ্য প্রয়োজনমাফিক যেকোনো ছোট (মাইক্রো আকারের অর্ডার) অর্ডার হোম ডেলিভারি পাওয়া সম্ভব হয়। অন-ডিমান্ড ডেলিভারির ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণের কম পরিমাণে অর্ডার করা হলে এই সার্ভিস অনেকক্ষেত্রেই পাওয়া সম্ভব হয় না। 

In a sentence:

  • Milkbasket is a subscription-based microdelivery service provider in certain cities of India.
  • A microdelivery model is opposite to the on-demand delivery model.
  • The microdelivery model lets customers place a fixed order of perishables, daily consumables to be delivered at the doorstep.

 

Share it: