"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Greenhouse gas

সূর্যের আলোর কিছু অংশ পৃথিবীর বায়ুমন্ডল ভেদ করে ভেতরে প্রবেশ করে আর বাকী অংশ বিকিরণের মাধ্যমে বায়ুমন্ডলের বাইরে চলে যায়।

পৃথিবীর ভেতরে আসা সূর্যের আলো তাপ হিসেবে ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হয়ে কার্বণ ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন গ্যাস, জলকণা হিসেবে বায়ুমন্ডলে মিশে যায় এবং বায়ুস্তর ভেদ করতে না পেরে বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধি করে।

ক্লোরোফ্লুরো কার্বন এবং হাইড্রোফ্লুরো কার্বন একইভাবে পৃথিবীর বায়ুমন্ডলের উষ্ণতা বাড়িয়ে দেয়। উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী এসব গ্যাসদেরকে গ্রীনহাউজ গ্যাস বলা হয়ে থাকে।

 

Definition:

সুর্যের আলো শোষণের মাধ্যমে যে সকল গ্যাস বায়ুমন্ডলে তাপশক্তি হিসেবে আটকে পড়ে এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে, তাদেরকে greenhouse gas বলা হয়।

 

English Definition:

Britanica dot com অনুযায়ী, "any gas that absorbs infrared radiation emitted from Earth’s surface and reradiates it back to Earth’s surface and contributes to the greenhouse effect."

 

গ্রীনহাউজ গ্যাস পৃথিবীর গড় তাপমাত্রাকে সহনশীল ১৫°C এ রাখে, এসব গ্যাস বিহীন পৃথিবীর তাপমাত্রা হতো -১৮°C।

যে প্রক্রিয়ায় এই কাজটি হয়ে থাকে, তাকে বলা হয় greenhouse effect।

 

In a sentence:

  • Greenhouse gas concentrations have been particularly high during warm periods and low during cold periods.
  • Carbon dioxide (CO2) is the most significant greenhouse gas.

 

Share it: