"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Equivalence Point

রসায়নে অম্ল-ক্ষারের অজানা ঘনমাত্রা খুঁজে বের করার একটি পদ্ধতি টাইট্রেশন বা অনুমাপন পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী নিয়ন্ত্রিতভাবে ধীরে ধীরে এসিড এবং ক্ষারকে মেশালে, বিক্রিয়ার এক পর্যায়ে এসিড ও ক্ষারের বিক্রিয়া থেমে যায় অর্থাৎ দ্রবনে এসিড-ক্ষারের কোনোটিই আর থাকে না, দ্রবনে তৈরি হয় লবন ও পানি। 

Equivalence Point কাকে বলে?

অম্ল-ক্ষার বিক্রিয়ায় যে পর্যায়ে দ্রবনে বিদ্যমান এসিড এবং ক্ষারের মোল সংখ্যা সমান হয় এবং এসিড ও ক্ষারের মিশ্রিত দ্রবনে অবশিষ্ট থাকে শুধুমাত্র লবন এবং পানি, তাকে প্রশমন বিন্দু বা equivalence point বলা হয়। 

Definition 2:

অম্ল-ক্ষারের টাইট্রেশন বিক্রিয়ার যে পর্যায়ে অম্ল-ক্ষার বিক্রিয়া প্রশমিত (নিরপেক্ষ) হয়ে যায় তাকে ‘প্রশমন বিন্দু’ বা equivalance point বলা হয়। 

English Definition:

Khanacademy dot org অনুযায়ী,  “Certain point in titration at which the amount of titrant added is just enough to completely neutralize the analyte solution.” 

কোন বিক্রিয়া প্রশমন বিন্দুতে পৌঁছেছে কিনা তা নিশ্চিত হতে নানা ধরণের নির্দেশক ব্যবহার করা হয়ে থাকে। দ্রবনের অম্লতা বা ক্ষারীয় পরিস্থিতির পরিবর্তনে- রং, pH, পরিবাহিতা, তাপমাত্রায় পরিবর্তন নির্দেশ করে এমন নানা ধরণের নির্দেশক ব্যবহার করে প্রশমন বিন্দু নিশ্চিত করা হয়।    

In a sentence:

  • At the equivalence point, some reactions naturally change their color.
  • The equivalence point is the point where the chemical reaction finishes.
  • At the equivalence point in a neutralization, the moles are equal to both the acid and base.

 

Share it: