Definition (1):
Tourette's syndrome বা টরেটস্ সিন্ড্রম হলো একটি স্নায়ুতাত্ত্বিক ব্যাধি যার বৈশিষ্ট্য হলো পুনরাবৃত্তিমূলক, একঘেয়ে, অনৈচ্ছিক চলাফেরা এবং বাচালতা যাকে বলা হয় tics বা মাংসপেশী বা শিরাসমূহের কম্পন। এই ব্যাধিটির নামকরণ করা হয়েছে Dr. Georges Gilles de la Tourette নামক একজন ফরাসী স্নায়ুবিজ্ঞানীর নামানুসারে যিনি ১৮৮৫ সালে প্রথম একজন ৮৬ বছর বয়সী ফরাসী মহিলার মধ্যে এই অবস্থাটির বর্ণনা করেন।
Definition in English:
”Tourette syndrome (TS) is a neurological disorder characterized by repetitive, stereotyped, involuntary movements, and vocalizations called tics.”
Use of the term in Sentences: