"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Thrifts in Bengali

Thrifts কাকে বলে?

Definition (1):

যে প্রতিষ্ঠানসমূহ এখন চেকিং এবং সঞ্চয়ী উভয় হিসাবসমূহই প্রদান করে এবং তাদের তহবিলের সিংহভাগ বাড়ি বন্ধক অর্থায়নের কাজে ব্যবহার করে তাদেরকে Savings and Loans বলা হয়; মাঝেমাঝে Thrifts বলা হয়।

Definition (2):

ইংরেজীতে থ্রিফ্ট বলতে অর্থ সঞ্চয় করা বোঝাতে পারে কিন্তু একটি থ্রিফ্ট বা থ্রিফ্টস্ বলতে একটি সঞ্চয়ী এবং ঋণ সংস্থা বা সঞ্চয়ী এবং ঋণ সংস্থাসমূহকে বোঝায়।

Definition in English:

“Institutions that now offer both checking and savings accounts and use the majority of their funds to finance home mortgages; sometimes called thrifts.”

Use of the term in Sentences:

  • Thrifts encourage people to save money.
  • Savings and loans or savings and loans associations are often called thrifts.
Share it: