Definition (1):
একটি suicide attempt বা আত্মহত্যা প্রচেষ্টা বা আত্মহত্যা প্রয়াস হলো আত্মহত্যার মাধ্যমে মারা যাওয়ার একটি প্রচেষ্টা বা প্রয়াস যার ফলাফল হলো বেঁচে যাওয়া। একে ব্যর্থ আত্মহত্যা প্রচেষ্টা অথবা অগুরুতর আত্মহত্যা প্রচেষ্টাও বলা যেতে পারে।
কিন্তু পরবর্তী পরিভাষাগুলো নিয়ে গবেষকদের মাঝে বিতর্ক রয়েছে। এক গবেষণায় দেখা গিয়েছে যে, প্রায় ৭০০,০০০ বা তারও বেশী আমেরিকানরা প্রতি বছর একটি আত্মহত্যা প্রচেষ্টার পর বেঁচে যান।
Definition in English:
”A suicide attempt is an attempt to die by suicide resulting in survival.”
Use of the term in Sentences: