"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Psychotic Disorder in Bengali

Psychotic Disorder কাকে বলে?

Definition (1):

Psychotic disorder বা মানসিক ব্যাধি হলো গুরুতর মানসিক ব্যাধি যা অস্বাভাবিক চিন্তাভাবনা এবং উপলব্ধি ঘটায়। মানসিক ব্যাধিযুক্ত ব্যক্তিরা বাস্তবতার সাথে যোগাযোগ হারিয়ে ফেলেন। এর প্রধান লক্ষণগুলির মধ্যে দুটি হলো ডিলিউশান বা বিভ্রম এবং হ্যিালুসিনেশন বা অমূলপ্রত্যক্ষ ।

Definition (2):

সাইকটিক ডিয্অর্ডারস্ বা মানসিক ব্যাধিগুলি বলতে বিভিন্ন ধরনের গুরুতর অসুস্থতাসমূহকে বোঝায় যা মনের উপর প্রভাব ফেলে। এগুলো মানুষের জন্য স্পষ্টভাবে চিন্তা করা, ভালো সিদ্ধান্ত নেয়া, আবেগাপ্লুতভাবে সাড়া দেয়া, কার্যকরভাবে যোগযোগ করা, বাস্তবতাকে বোঝা, এবং যথাযথভাবে আচরণ করাকে কষ্টসাধ্য করে তোলে।

Definition in English:

”Psychotic disorders are severe mental disorders that cause abnormal thinking and perceptions.”

Use of the term in Sentences:

  • Psychotic Disorder has different symptoms, hallucinations and delusions are two of them.
  • Generally, serious psychotic disorders can also be cured with proper treatment.
Share it: