"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Persons in Bengali

Persons কাকে বলে?

Definition (1):

ব্যাকরণে, Persons বা পুরুষসমূহ অর্থাৎ সর্বনামসমূহের তিনটি র‌ূপের মধ্যে যেকোনোটি যার সাথে সম্পর্কিত ক্রিয়া প্রতিবিম্ব ব্যবহৃত হয় যা বক্তা (প্রথম পুরুষ), যাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে (দ্বিতীয় পুরুষ), এবং যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলা হচ্ছে (তৃতীয় পুরুষ), এই তিনের মধ্যে পার্থক্য নির্দেশ করে।

Definition (2):

ইংরেজীতে, পার্সন হলো এক বচন অর্থাৎ একজন ব্যক্তি বা মানুষ, আর পার্সনস্ হলো বহুবচন অর্থাৎ কিছু সংখ্যক ব্যক্তি বা মানুষ।

Definition in English:

”Any of three groups of pronoun forms with corresponding verb inflections that distinguish the speaker (first person), the individual addressed (second person), and the individual or thing spoken of (third person).”

Use of the term in Sentences:

  • In English grammar, there are three persons: first, second, and third person.
  • Do you know the persons who helped you?
Share it: