"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Operations in Bengali

Definition (1):

কোনো কৌশলগত পরিকল্পনা নির্বাহ করার জন্য যে কার্যাবলীর প্রয়োজন যাতে কোম্পানীটি উৎপাদনের কাজ চালিয়ে যেতে পারে তাকে Operations বা ক্রিয়াকলাপ বলে।

Definition (2):

এক বা একাধিক উপাদান বা অংশ সমৃদ্ধ কাজ যা সাধারণতঃ কোনো একটি অবস্থানে সম্পাদিত হয় তাকে ক্রিয়াকলাপ বলা হয়। ক্রিয়াকলাপ সম্পদ বা উপাত্তসমূহকে কাঙ্খিত পণ্য, সেবা বা ফলাফলে রূপান্তরিত করে এবং গ্রাহকদের জন্য মান সৃষ্টি ও প্রদান করে।

Definition in English:

“Any function(s) needed to carry out a strategic plan, to keep the company producing.” - Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • The production manager is in charge of carrying out all the operations related to production.
  • Make sure that you won’t fail to perform all your operations properly.

 

 

 

Share it: