"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Momentum in Bengali

Momentum কাকে বলে?

Definition (1):

Momentum বা ভরবেগ একটি পদার্থবিজ্ঞানের শব্দ; এটি কোনও বস্তুর গতির পরিমাণকে বোঝায়। ভরবেগকে “গতিময় বা গতিশীল ভর” হিসেবে সংজ্ঞায়িত করা হয়। সব বস্তুরই ভর আছে; তাই যদি একটি বস্তু চলমান থাকে, তবে এর ভরবেগ আছে-অর্থাৎ এর ভর গতিময় বা গতিশীল আছে। একটি বস্তুর কি পরিমাণ ভরবেগ আছে তা নির্ভর করে দুইটি চলকের ওপর: কি পরিমাণ বস্তু চলছে এবং কতোটা দ্রুত বস্তুটি চলছে। সুতরাং, ভরবেগ, ভর এবং বেগ এই দুইটি চলকের ওপর নির্ভরশীল।

Definition (2):

যে শক্তি একটি বস্তুকে চলমান বা গতিশীল রাখে বা একটি ঘটনা শুরু হওয়ার পর একে উন্নয়নশীল বা বিকাশমান রাখে তাকে ভরবেগ বলা হয়।

Definition in English:

’Momentum can be defined as "mass in motion." ’

Use of the term in Sentences:

  • In sports, the team having more momentum is actually on the move.
  • The small letter p indicates the quantity momentum in physics and it is expressed as p=m.v, where m=mass and v=velocity.
Share it: