"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Junk Bond in Bengali

Junk Bond কাকে বলে?

Definition (1):

একটি কম-মানের বন্ড যা খুব বেশী ঝুঁকি বহন করে তাকে Junk Bond বলা হয়।

Definition (2):

জাঙ্ক বন্ডসমূহ হলো সেই বন্ডসমূহ যেগুলো কোম্পানিসমূহ এবং সরকার কর্তৃক ইস্যুকৃত বেশীর ভাগ বন্ডসমূহের থেকে বেশী ক্ষতির ঝুঁকি বহন করে।

Definition (3):

একটি নির্দিষ্ট-আয়ের শেয়ার যাকে এক বা একাধিক প্রধান বন্ড রেটিং সংস্থার দ্বারা বিনিয়োগ মানের নিচে রেট দেয়া হয় তাকে জাঙ্ক বন্ড বলে।

Definition in English:

“A low-grade bond that carries a very high risk.”

Use of the term in Sentences:

  • Why are you investing in these junk bonds?
  • Junk bonds give you a high return but carry a high risk.
Share it: