"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Irrational Number in Bengali

Irrational Number কাকে বলে?

Definition (1):

একটি বাস্তব সংখ্যা যা দুইটি পূর্ণ সংখ্যাকে (একটি পূর্ণ সংখ্যার কোনো ভগ্নাংশ থাকে না) ভাগ করে পাওয়া যায় না Irrational Number বা অমূলদ সংখ্যা বলা হয়। "Irrational" অর্থ কোনো ratio অর্থাৎ অনুপাত নেই, সুতরাং এটা কোনো মূলদ সংখ্যা নয়। এর দশমিকও কোনো পুনরাবৃত্তি ছাড়া চিরকাল চলতে থাকে।

উদাহরণ: π (বিখ্যাত সংখ্যা পাই) একটি অমূলদ সংখ্যা কারণ দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ করে সংখ্যাটি পাওয়া যায় না।

π =৩.১৪১৫৯=?/?= কোনো অনুপাত অর্থাৎ ratio নেই। সুতরাং, অমূলদ সংখ্যা

Definition in English:

”A real number that can NOT be made by dividing two integers (an integer has no fractional part).”

Use of the term in Sentences:

  • π is an irrational number.
  • We cannot express irrational numbers into ratios.
Share it: