Definition (1):
Insider Trading বা ভিতরের লেনদেন হলো পদ বা অন্যের সাথে যোগাযোগের মাধ্যমে যে তথ্য অন্য বিনিয়োগকারীরা বা সাধারণ জনগোষ্ঠী জানে না সে তথ্য প্রাপ্তির ভিত্তিতে শেয়ারের ক্রয় এবং বিক্রয়ের পদ্ধতি।
Definition (2):
Insider Trading বা ভিতরের লেনদেন হলো এমন কারোর দ্বারা শেয়ারের ক্রয় বা বিক্রয় যার কাছে শেয়ার সম্বন্ধে এমন কিছু অভ্যন্তরীন তথ্য আছে যা সাধারণ জনগোষ্ঠীর কাছে নেই।
Definition in English:
“The practice of buying and selling stock on the basis of information gained through positions or contacts with others that is not available to other investors or the general public.” -Steven J. Skinner & John M. Ivancevich
Use of “Insider Trading” in Sentences: