Definition (1):
Information Technology (IT) বা তথ্য প্রযুক্তি (আইটি) হলো ডেটা বা তথ্য সংরক্ষণ, পুনরুদ্ধার, প্রেরণ এবং পরিচালনা করতে কম্পিউটারের ব্যবহার। ব্যক্তিগত বা বিনোদন প্রযুক্তিসমূহের বিপরীতে আইটি সাধারণত ব্যবসায়িক ক্রিয়াকলাপের প্রসঙ্গে ব্যবহৃত হয়।
Definition (2):
তথ্য প্রক্রিয়াকরণ এবং বন্টনের জন্য যে প্রযুক্তি কম্পিউটার ব্যবস্থাসমূহ, সফ্টওয়্যার এবং নেটওয়ার্কসমূহের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, এবং ব্যবহার করে তাকে তথ্য প্রযুক্তি বলা হয়।
Definition in English:
”the technology involving the development, maintenance, and use of computer systems, software, and networks for the processing and distribution of data.”
Use of the term in Sentences: