"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Industrial Market in Bengali

Definition (1):

যারা অন্য পণ্য উৎপাদনে ব্যবহারের বা পুনঃ বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে তাদেরকে Industrial Market বা শিল্প বাজার বলে।

Definition (2):

শিল্প বাজারের আওতায় পড়ে ব্যবসা থেকে ব্যবসায় পণ্য বা সেবা বিক্রয়। যেমন:” ক” একটি কোম্পানী যা বিভিন্ন কোম্পানীকে ইন্টারনেট, কেবল এবং অন্যান্য সেবাসমূহ প্রদান করে থাকে।

Definition (3):

শিল্প বাজার হলো সেসব মানুষ এবং প্রতিষ্ঠানসমূহের সমষ্টি যারা সেই পণ্য এবং সেবাসমূহ ক্রয় করে যেগুলো এমন পণ্য এবং সেবাসমূহের উৎপাদন প্রক্রিয়ায় প্রবেশ করে যেগুলো অন্যদেরকে বিক্রয় করা, ভাড়া দেয়া এবং সরবরাহ করা হয়।

Definition in English:

“Those who purchase products to use in the production of other products or to resell.”

Use of the term in Sentences:

  • The company has designed this product for the industrial market.
  • The new product of this company is getting very popular in the industrial market.
Share it: