"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Domain in Bengali

Domain কাকে বলে?

Definition (1):

প্রযুক্তিগতভাবে বলতে গেলে, একটি Domain-এ কম্পিউটারসমূহের একটি গ্রুপ বা গোষ্ঠী থাকে যাতে কিছু সাধারণ নিয়মসমূহের সাহায্যে প্রবেশ এবং পরিচালনা করা যায়।

Definition (2):

ইংরেজীতে, ডোমেইন বলতে আগ্রহের একটি ক্ষেত্র বা এমন একটি এলাকাকে বোঝায় যার ওপর একজন ব্যক্তির নিয়ন্ত্রণ থাকে। আবার গণিতে, ডোমেইন হলো একটি চলকের জন্য সমস্ত সম্ভাব্য প্রতিস্থাপনসমূহের একটি গোষ্ঠী অর্থাৎ বর্ণ বা প্রতীক যা মানগুলির কোনও সেট উপস্থাপন করে।

Definition in English: 

”A domain contains a group of computers that can be accessed and administered with a common set of rules.”

Use of the term in Sentences:

  • Liza is looking for a job in the technical domain.
  • Can you please give me your company’s packages for the domain?
Share it: