"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Depreciation in Bengali

Depreciation কাকে বলে?

Definition (1):

একটি দীর্ঘমেয়াদী সম্পদের মূল্যকে এর উপকারী জীবনের সময়কাল জুড়ে ছড়িয়ে দেয়াকে বা বন্টন করাকে Depreciation বা অবচয় বলা হয়।

Definition (2):

একটি সম্পদের আর্থিক মূল্য ব্যবহারের বা নষ্ট হয়ে যাওয়ার বা পুরনো হয়ে যাওয়ার কারণে সময়ের সাথে হ্রাস পায়। এই হ্রাসকে পরিমাপ করা হয় অবচয় হিসেবে।

Definition (3):

অবচয় হলো একটি স্থায়ী বা বাহ্যিক সম্পদের মূল্যকে এর উপকারী জীবন বা প্রত্যাশাকৃত জীবন জুড়ে বন্টন করার একটি হিসাবরক্ষণ পদ্ধতি।

Definition in English:

“Procedure for spreading the cost of a long-term asset over the course of its useful life.”

Use of the term in Sentences:

  • What is the depreciation value of this asset?
  • Which method of depreciation are you following?
Share it: