Demand-Oriented Pricing কাকে বলে?
Definition (1):
মূল্য নির্ধারণের যে পদ্ধতি পণ্যের চাহিদার উচ্চতার উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে Demand-Oriented Pricing বা চাহিদা-ভিত্তিক মূল্য নির্ধারণ বলা হয়।
Definition (2):
চাহিদা-ভিত্তিক মূল্য নির্ধারণ বাজারে পণ্যের মূল্য নির্ধারণের জন্য গ্রাহক চাহিদাকে ব্যবহার করে। প্রথমে পণ্য বা সেবাটির জন্য গ্রাহকদের মূল্য পরিশোধের ইচ্ছা নির্ধারণ করা হয়। চাহিদা বেশী হলে বেশী মূল্য নির্ধারিত হয় এবং চাহিদা কম হলে কম মূল্য নির্ধারিত হয়।
Definition in English:
“A method based on the level of demand for the product.”
Use of the term in Sentences: